অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন- এমন ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন আন্দ্রে রাসেল।
অবসরের ঘোষণা দিলেন আন্দ্রে রাসেল। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি শেষে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়বেন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা অলরাউন্ডার। এমনটাই জানিয়েছে ইএসপিএস ক্রিকইনফো।
টেস্ট নয়
ওয়েস্ট ইন্ডিজে প্রতিভাবান ক্রিকেটারের অভাব নেই। যুগে যুগে দ্বীপপুঞ্জটি থেকে বের হয়ে এসেছে অসংখ্য তারকা ক্রিকেটার। বর্তমান সময়েও দুর্দান্ত সব ক্রিকেটার আছে তাদের। যদিও এদের বড় একটা অংশ বিশ্বের বিভিন্ন দেশে ফ্রাঞ্চাইজি লিগ খেলে বেড়ান।